মানুষ যখন মিথ্যের ক্ষুদ্রতম বিন্দুটাকেও পূর্ণ করতে জানে –
পবিত্র জীবনের পুডিং দিয়ে দেবভক্ত কাঠমিস্ত্রির মতন –
তখনই সে সত্য হয়ে ওঠে।


সে নেমে পরে সত্যপথে, স্বপ্ন দ্যাখে স্বচ্ছ জলের সত্য আয়নায়
পাহাড়ি নদীর হিমশীতল জলে শরীরখানা এলিয়ে দেয় ব্যাপ্টাইজ্ড হওয়ার নেশায়।


মিথ্যের লাল চাঁদটাকে খুলে রাখে দাহ্য করার বাসনায়
নারীর লোভ, খ্যাতির মুখোশদের নিক্ষেপ করে কয়লার মতন –
বার্বিকিউর রাত্রিতে, আগুন জলে প্রক্ষিপ্ত দোচোয়ানি!
প্রদীপ্ত আলোয় বিমর্ষ স্বপ্নও আবার পূর্ণ হয়ে ওঠে মুগ্ধতায়।


ক্ষুদ্রতম আশাও রূপান্তরিত হয় বিশালত্বে –
জেগে থাকা রাতজাগা পাখির নিপুণ প্রেরণায়।


তসবির দানার মতন ফুটে ওঠে নিঃশ্বাসের হিসেব
আর তৃতীয় নয়ন দিয়ে মগ্ন থাকে জগতের লীলায়।
সত্য হবে বলে
শুধু সত্য হবে বলে!


২৬শে নভেম্বর, ২০১৫