বর্তমানই স্বর্গ
বর্তমানই নির্বাণ।
অতীত হচ্ছে ফসিল
অতীত হচ্ছে ফেলে আসা দুঃখ।


যখন তুমি আমিত্মহীন অর্থাৎ অনাত্মা অথবা অনস্তিত্ব
মানে তুমি অতীতমুক্ত, সংস্কারমুক্ত, সংকল্পমুক্ত।
তখন তুমি উৎকুটিক মনুষ্যচিল  
স্ফীত শ্বাসের আয়নায় পর্যবেক্ষণ করো
সময়, ঘটনা অথবা প্রপঞ্চ!
দুঃখ আর কোথায় থাকে বলো?



৫ই জানুয়ারি, ২০১৬