অবশেষে মানুষ হলাম
সিদ্ধার্ত গৌতমের আলোক ছটায়
যে জ্ঞান অঙ্কুরিত হয়েছিলো এই তটেই
অথচ কতো বছর পরে আবার দেখা হল তার সাথে আমার!


তবুও দেরি করে হলেও তো মানুষ হলাম পূর্ণবার
ক্ষুধা, সংস্কার ডিঙিয়ে আজ যে আমি
সেতো গড়ে উঠেছে তিলে তিলে সুচিন্তার শস্য দানায়
এখন সৌন্দর্য বাড়ন্ত, ব্যাপ্তি ঘটছে তার নিল আকাশ রাঙিয়ে।


তবু শুধু বলতে ইচ্ছে করে
এই সৌন্দর্যের ছটা তোমাকে বোঝাবো কি করে?


৭ই জানুয়ারী, ২০১৬