দুঃখ আমার শুকনো পাতা
ঝরে পরে নিঃশব্দে এই পার্থিবতায়
সুখ আছে আসল জগতে
তবে সে সুখ অব্যক্ত, ব্যাখ্যাতিত।


যেরকম আকাশ দেখে তুমি বুঝতে পারো না
কংক্রিটের সভ্যতায় কতো দুঃখ ঝরে!
সমুদ্রের নিচে কতো সুখ, তাও তুমি জানো না
কারণ তুমি যে আটকে আছো সভ্যতায়!!


তাই আমি আবার ছুটি নিলাম এই জগত থেকে
ঢুকে পড়বো আসল জগতে যেখানে ঘূর্ণায়িত হচ্ছে আসল ইতিহাস
যেখানে ক্ষুধা, সংস্কারমুক্ত স্বর্গীয় পাখি উড়ে বেড়ায়
টাইমজোন, বয়স অথবা অস্থিরতাবিহীন প্রশান্ত জগতের মাছের খোলা চোখের মতন!  


৮ই জানুয়ারী, ২০১৬