অনেক হল কবি
এবার মিশে যাবার পালা।


ধারাবাহিক ব্যাকুলতায় যে অমৃত গজিয়ে প্রকৃত প্রেমের চালায়
লকলকিয়ে ছেয়ে ফেলে মনের নিকুঞ্জ, কিছুটা হলেও তো ধরতে পেরেছো, কবি!


তারপর স্তম্ভিত হবে একদিন অদেখা দৃশ্যপটের সম্মুখে
নীরবতার মাঝে হারাবে একদিন অদেখা আদেশের নেশায়,
এই হোক কবিত্বের পথচলা।


১৩ই জানুয়ারী, ২০১৬