তৃষ্ণার রঙ ফুরিয়ে গেছে
জীবনের রঙ এখন দৃশ্যপটে
অথচ শুধু নেই চির চেনা তুমি
তাই ‘অথচ’ শব্দটাও এখন অযাচিত
অযাচিত থেকে চিরশূন্যতা
সবকিছু কি আকাশশূন্য হয় কবি?
অন্তত কবিতার শব্দমালাও তো
একধরণের তুমিত্বের দাবিদার
হঠাৎ বৃষ্টিভেজা জানালার মতন
আবার কি দেখা হবে বৈরি দুই অস্তিত্বের
মাটির গন্ধ অথবা পিয়ানোর সুর
আজ বড়ই প্রয়োজন হে অশরীরীপ্রিয়তমা!  


১৮ই জানুয়ারী, ২০১৬