পৃথিবীর চুড়ায় বসে ভাবছি
কিভাবে তোমাকে স্রোতের পক্ষে আনা যায়!
জানো তো এখনও আমি অপেক্ষারত জীবনের হিসেব হাতে
দেখতে দেখতে এমন এক পথে এলাম, যেখান থেকে সবকিছুই স্বচ্ছ
কিছু আবছা তো থাকবেই নাহলে জীবন তো জীবন্ত হয়ে উঠবে না কখনও।  
তবে আমি স্বচ্ছবাদি জীবন নিয়ে কারণ আমার কোনো আশা-আকাঙ্খা নেই
কিছু পাওয়ারও নেই শুধু বাকী চাওয়াটা যার মানে তুমি
তুমি মানে তোমার প্রতি অপরিসীম দায়িত্ব, যা তুমি পাওনি কখনো
আর আমি আকাশ হয়ে ভাবি তোমার অপরিসীম দুঃখের কথা
ফিরে কি আসা যায় না আর কোনোভাবে স্রোতের ধারায়
পৃথিবীর চুড়ায় বাঁধা কুঁড়েঘরের গন্তব্যে!