শব্দের পাতা ঝরে
সাথে সুরের শুকনো পাতা
নদীর তীরে নেচে বেড়ায়
চির অভিমানী নৌকো।


নৌকা লাগামমুক্ত হতে অনাগ্রহী
তাই সে পন করেছে কাটিয়ে দেবে এভাবে
আগে পরের অতীত-ভবিষ্যৎ।
অথচ সাধুর কাছে অতীত-ভবিষ্যতের পার্থক্য অনুপস্থিত
মহাবিশ্বের মতন,
সে শুধু বয়ে যায়
নিদারুণ সুখের ছায়ায় উদ্দেশ্যহীন
শব্দের ফুলঝুরিতে অনেক ভাব জমে গেছে
তাই সে ভাষা হয়ে উড়ে বেড়ায়
নিঃস্বার্থ চেতনা নিয়ে স্বার্থপর জগতে।