এবার আমি শামুক হব
শামুকের মন্দিরে বসে বসে
জোয়ারের ভাষা শুনবো।
খোলের সূক্ষ্ম জানালা পেরিয়ে
ছুটে যাবো দিগন্তে,
ছুঁয়ে যাবো অক্ষত স্মৃতি
ও বেদনার গল্প।
সেখান থেকেই শুরু হোক
অক্ষত যাত্রার,
নির্বাণ সমৃদ্ধ স্বপ্নের।
বাতাসে উড়ে গেলেও
দুঃখ পাবে না কেউ!
আমাকে আমার হতে
বেড়িয়ে আসতে দাও-
হে অশরীরী দেবি!


১৮ই এপ্রিল, ২০১৬