প্রচণ্ড তাপদাহের মাঝেও সস্থি আছে
যদি তুমি তাকে জীবন থেকে আলাদা করতে জানো,
জীবন বলতে এখানে আমি নীরবতাকে টেনে এনেছি
এই কথায় কেউ হাসবে, আবার কেউ সারা দেবে
নাহলে এটা জীবন হল কি করে?
এই পথ চলার কুশলতায় আসলে নিরবতাকে শিকার করতে হয়
অথবা তাকে কোনো না কোনো ভাবেই টেনে হিঁচড়ে, নিঙরে আনতে হয়।
জানালা ঘেঁষা যে ইটপাথরের বস্তি, সেখানে চলছে অবিরাম পাথর ভাঙ্গার গল্প
শব্দের দাপটে গলিরমাস্তানরাও পালিয়ে গেছে
অথচ আমি বসে বসে নীরবতার গল্প শুনিয়ে চলছি সুহৃদদের!  
সকাল হল, হঠাৎ হিমশীতল বাতাসের পরশ বয়ে গেলো
আর নীরবতা যেন পরম আরধ্য, সে আমার কাছে ঘুর ঘুর করে
সারাদিন কুকুরছানার মতো।


৩০শে এপ্রিল, ২০১৬