ছেলেবেলার চেনা চারদেয়াল ছিল আমার প্রতিদিনের অভ্যস্ততা
তারপর সূর্য উঠলো কতবার জানালা দিয়ে, খুপরি দিয়ে
কখনও কখনও পাখি হয়ে উড়াল দিতাম
আবার ফিরতাম ক্ষুধার্ত কুকুরছানার মতো।
কিন্তু কথা নেই বার্তা নেই
একদিন রূপান্তরিত হলাম অদ্ভুতভাবে
সুকুমারের কুমড়োপটাসের মতন
হাতপা ফুলিয়ে উড়তে চাইলাম
কিন্তু হল না, কিছু ব্যর্থতা ছাড়া।
ডাইনোসর-শোয়াজনাগারকে বিদেয় দিলেম চিরতরে
এবার যখন রূপান্তরিত নরম কোমল মানুষ হলাম
লাওৎ-জুর অবিসংবাদিত ড্রাগন হয়ে পারি দিলাম হাজার হাজার পথ
বাড়ী ফিরে আবার চারদেয়ালকে ভালোবাসতে শিখলাম।
কিন্তু এবারও আবার বাসাপাল্টানোর নোটিশ
এবারের গন্তব্য জন্মভূমির শহর
চারদেয়াল সেখানেও অপেক্ষারত আমার জন্যে।


১৩ই মে, ২০১৬