পড়ন্ত বিকেলে অবশেষে সবার অগোচরে আত্মোৎসর্গ হল
এখন আমি নিরিবধি নিখিলের মতন উপভোগ করি জীবন।
কখনও অনুভূতিহীন হয়ে শুয়ে থাকি আড়াআড়ি ভাবে-
নদীর ধারে, যেখানে স্মৃতিকথা নেচে বেড়ায় হাওয়ায়;
আবার আকাশ ছুঁইয়ে সূর্য দেখি সোজা চোখে
তবুও স্মৃতির ভেতর জ্বল গড়িয়ে পড়ে,
তবে যে মানুষ ছিলেম আগে!
সমুদ্র থেকে জেগে যখন রেইনফরেস্ট দেখি
তখন নিজেকে দেখি বদ্বীপ সদৃশ অবয়ব ভেবে
কারণ পূর্বে যে বদ্বীপে ঘুরে বেড়িয়েছি, বহুকাল!!
আবার হিমালয়ে ফিরি দানব পাখি হয়ে
ধ্যানে বসে যখন অনিত্য হই,
তখন আবার ঢুকে পড়ি সুরের ভেতর
আগে যে সুরের বাগান গড়েছি!
অলিম্পিকে সুরের মশাল জ্বালিয়েছি!



২৬শে জুন, ২০১৬