বোধোদয় সূর্যোদয়ের মতো
জীবন যখন পরাশ্রিত।
বিভক্ত আজ নরম শোবারঘর
কিছু বই আনন্দ দেয় শুধুঃ
রাতজাগা মানুষের মাথার ভিতর,
সিম্ফনি জাগে তীক্ষ্ণ যন্ত্রণায়।
পাখিরাও আসে স্বপ্নের ভিতর
কালো আরও কালো রঙ মেখে,
জানি এই স্বপ্ন সব ক্ষুধার্ত শিল্পীরই দেখা
নড়ে চড়ে বসে যখন তারা খ্যাতি শূন্য।
রিরংসার তীব্র কুকুরতুল্য ঝুলন্ত জিহবাদের
আজ কেটে টুকরো করতে বড়ই ইচ্ছে জাগে
তবে ছুড়ি দিয়ে নয়, স্রেফ প্রেমের ব্যাকটেরিয়া ছড়িয়ে;
এককোষী প্রাণীর স্পন্দনে তারা যদি বিভিক্ত হতো, লালসাও থামত;
ওহ বড় বেশী ঘুম হয়ে গেল আজ, প্রেম কাতুরে
রাতজাগা মানুষ আজ বড়ই আনন্দে শব্দ কাতুরে মুণ্ডুতে রূপান্তরিত।
১০ই অক্টোবর, ২০১৬