জীবন যেন রঙচঙে কিছু কাগজের সময়চিত লেপটালেপটি
অথচ শব্দ যেন অর্থহীনতায় অর্থদানের পারমাণবিক কৃষ্টি।
ঝড়ের মতন ঝরুক তবে মহাকাব্যিক সৃষ্টি
কিছুটা বেতফনিক, কিছুটা রাবীন্দ্রিক
অমরত্ব দানের প্রেরণায় বিচ্ছুরিত হোক
আকাশে বাতাসে কুক্কুটের শোক।
জীবন আসলেই মহাকালের কৃষ্ণ-কালোর অমর সুর
সহস্র চক্রবাল ঘুরে ঘুরে প্রভু-কৃষ্ণের সুরে বিমূঢ়
লীলা বল, কাল বল সবিই আসলে উদ্ভাসিত রূপ
জীবন তবে হাজার ফেনায় রূপায়িত
কৃষ্ণ কালো সুপ।