আমার আটচল্লিশ বছর বয়স যেন
পৃথিবীর  বয়সকেও হার মানায়,
তাই ডালপালা সংকোচন পূর্বক
শামুক হওয়ার স্বপ্ন দেখি।
আমিত্ব ঝেড়ে ফেলেছি ঠিকই
কিন্তু এই “আমির” বিকল্প
আর খুজে পেলাম না কোথাও।
আসক্তি ক্ষয় করেছি ঠিকই
কিন্তু তোমার সেই মায়াবী কণ্ঠ
আর খুঁজে পাইনি কোথাও।