আমার হাত শূন্য, ভবিষ্যৎহীন
অন্তরে বুদ্ধ, লাওৎ-জু, বিবেকানন্দের ঘর।
ঝড়ের তাণ্ডবে লন্ড-ভণ্ড আমাদের স্বপ্নের কুঁড়ে
ভিতরে গহীন অরণ্য, কড়া নেড়ে ঢুকে পড়ে-  
অশরীরী কেউ এক, হাওয়ার তালে
ভেসে বেড়ায় সেই চিরহরিৎ।