পিতার মৃত্যুতে অনেক দেখেছি
কন্যাদের কান্না, মায়েদের বিলাপ;
কিন্তু এইবার যা দেখলাম
তা একেবারেই ভোলার মতো নয়।
মা, মেয়ে আর ছেলের বৌয়ের
ঘরময় গড়াগড়ি, হাহাকার।
কিন্তু যে মরেছে সে আসলে
বেঁচে গেছে ঐ কুটিল স্ত্রীর
হাত থেকে, যে তার সবকিছু
কেড়ে নিয়ে কলুরবলদের মতন
খাটিয়েছে সারাজীবন।
লাশের চেহারায় আজ ক্রীতদাসের
হাসি দেখে বুঝতে পারি,
সে এই যাত্রায় অন্তত মুক্তি
পেয়েছে ঐ সাদা ডাইনির হাত থেকে।