কতো বার যে কবিতা লিখেছি
এই নির্দিষ্ট সময়টা নিয়ে
তার কোন ইয়ত্তা নেই।
তবুও এই বিকেলই আমার চির বিস্ময়
আর তার নতুন কারণটা হচ্ছে,
ঠিক এই সময়টিতে আমি গুলিয়ে ফেলি
কোনটি নেমেসিসের নিবিরু গ্রহ
অথবা কোনটি সৌরজগতের পৃথিবী।
যাক, এই হাইপথিসিসটা মন্দ নয়
চিন্তার জগতে সৃষ্টি তত্ত্বের নতুন ধাপ
তোমাদের এতোসব বুড়ো ধারণার
পথ পেরিয়ে, আমি ফিরে গেছি
তারুন্যে ভরপুর মেসপটিয়ামার পথে।
আপ্লুত করে আমাকে কেন জানি
গ্রীক ফিলসফির মতই সুমেরিয়ান-
অন্টলোজি; এ হতে, এই হতে গিয়ে
অন্তত আমাদের শুকনো গলাবাজি
কিছুটা সময় না হোক গোরস্থানের
মায়াকাননের ফুল হয়ে ফুটুক।
আর আমরা যে অন্তত দাস হয়ে
পৃথিবীর বুকে বেঁচে আছি, এই
নৃশংস সত্যটা যারা বোঝে,
তাদের খুব বলতে ইচ্ছে করে,
শেষ বিকেলটা দেখে সকল সুখের
আস্বাদ গ্রহণ করো। ঠিক কার্টিজ
পেপারের মতন যাতে সুখ বিষয়টি
রক্তবর্ণে রঞ্জিত হয়ে ছড়িয়ে পড়ুক
তোমার শিরায়, শিরায়।