এটাই ভালো হতো যদি আর জন্মলাভ না করতাম
এই পার্থিব কোলাহলে।
শুধু নেচেগেয়ে ভেসে বেড়াতাম নীলসাগরের
ঢেউয়ের তালে তালে।
যে উল্লাস আমি চেয়েছিলাম হাজার বছর ধরে
সংগীতের সুরে সুরে।
এটাই ভালো হতো আমার পূর্ব শবদেহের
রূপান্তর ঘটতো যদি হাজার পিঁপড়ের দলে,
আর অনায়েশে গিলে বসতো আমার ভবচক্রের
সম্ভাবনা এক নিমিষে,
তবুও আমি বেঁচে থাকতে চাই এই ধড়ায়
শুধু মন হয়ে,
কিন্তু শুধু মন হয়ে কী বেঁচে থাকা সম্ভব
এই ভয়াল ধরণীতে!