দৌড়ের প্রতি আমার উৎসাহ দেখে বন্ধুরা ঢেঁকুর তোলে।
এই বয়সে দৌড়? কিন্তু সহজাত প্রতিভা বলে কথা।
সুপ্ত থাকলেও হার মানতে নারাজ। তাই দিনের বেলায়
ভোঁ দৌড়ের বদলে নির্মল সকালটাই বেছে নিলাম।
ওদিকে রাত জুড়ে টিভির পর্দায় মেক্সিকোর তারাহুরামা জাতীর  
দৌড়ের প্রতিভা দেখে ভাবলাম বয়সটা অজুত নিযুত
যতই হোক না কেন, আজ থেকেই একক দৌড়ের যাত্রা হোক।
শুনে আরেক লেখক দৌড়বিদ "হারুকি মুরকামির"
পোট্রট খানাও হেসে ওঠে বইয়ের মলাট থেকে,
আর বলে ব্যাটা আমার বইটাই শেষ করতে পারলি না,
তুই দিবি আবার সকাল বেলার দৌড়?