একটা সময় গোছানোর গ্যাজেটের আজ বড় প্রয়োজন।
মনের ক্ষত যেভাবে শুকিয়ে ওঠে অবিশ্বাস্যভাবে
তারপর তার আলো ছড়িয়ে দেয় ইতিহাসের সূক্ষ্মতর সম্ভাবনায়,
'যদি আমি অথবা তুমি ছড়িয়ে পড়তাম বনফুলের মতন'!
বিস্তৃত হয়েছি ঠিকই তবে একই সময়ের দুই ভুবনে।
আজ আকাশ যেভাবে হরহামেশাই চেয়ে থাকে
আমাদের আটপৌরে সংসারের দোচালার বাইরে,
চোখ বাড়িয়ে সরব সময় শুধু শুধিয়ে যায়,
'আর কটা বছর না হয় এক করে দাও আমাদের
তেমন কি আর, মৃদুমন্দ বাতাসে কেটে যাবে সময়ের ঢেউ!
আহ, যদি সেরকম একটা সময় গোছানোর গ্যাজেট
-কিনে দিতে পারতাম তোমাকে নিউমার্কেট থেকে।