সময়ের বোতলে আটকে গেছে ঘৃণা
এখন উন্মাদনা কেবল জীবনচক্রের।
আতশিকাঁচে ভেসে ওঠে অতীত-ভবিষ্যৎ
সাবানের ফেনার মতন ঘুরছে বছর।
গন্তব্য আর কোথায় বল?
অন্তর্মুখী হওয়া ছাড়া!
তারপর চামড়ার খোলস ছিঁড়ে
কেবল আত্মাই রূপান্তর।
সময়ের বোতল উন্মুক্ত হবে
দুঃখগুলো উধাও হবে,
তারপর না হয় হাত বাড়ালে
অন্য এক আঙিনায়।
সময়ের বৃষ্টি ঝরে কেবল অহেতুক আনন্দে
দেখ, এবার বোতলের গায়ে সুখ জড়িয়ে পরে
সময়হীনতার আনন্দে।