এক লোককে আমি চিনি
যার সারাজীবন কেটেছে
কেবল খ্যাতির অন্বেষণে।
বয়স তার সত্তর ছুঁই ছুঁই
অথচ সে এখনও বুঝল না
তার হৃদয়টা জানালাবিহীন;
আকাশ ছুঁতে পারেনি
কখনও তার অন্তরস্থল।
অথচ পাড়ার সেই
কালো, খাটো ছেলেটা
সারাদেশটা রাঙ্গিয়ে আজ বিখ্যাত।
খ্যাতি তার জুটল কেন?
ঐ শিশু-বৃদ্ধ, সেটা বুঝতে নারাজ।  
তাতে তার সঙ্কীর্ণ দিগন্তটা
আরও সঙ্কুচিত হতে বাধ্য হয়।