আমাদের বাসাটা ছিল তখন পাহাড়ের ওপর
বাবা তখনও বাসার অসমাপ্ত কাজে ব্যস্ত।
আর আমি ব্যস্ত ছিলাম ছবি আঁকাআঁকিতে
এদিকে বড়দা এসেছে ছুটিতে, কলেজ থেকে
তার সাথে উড়ে এসেছে কয়েক গাদা বই।
এই হাত থেকে ঐ হাত হয়ে "স্পু্টনিক"
ম্যাগাজিনটা জুড়ে বসেছে আমার হাতে।
বইয়ের মাঝখানে ছিল রঙচঙে কয়েক ডজন
পাতা, যেখানে ছড়িয়ে আছে সোভিয়েত
রাশিয়ার বিখ্যাত সব পেইন্টিঙের চিত্র
আর গল্প। ত্রিমাত্রিক, বিমূর্ত ছবিগুলো
দেখতে দেখতে আমি বিমোহিত হয়ে গেলাম।
আর লেগে গেলাম সেগুলোর অনুকরণে
ছবি আঁকার প্রচেষ্টায়। তারপর হারিয়ে গেলাম
ছবি আঁকার জগতে। সালটা ঠিক মনে নেই।
হয়তো ১৯৭৮ অথবা ৭৯ হবে।