দুঃখহীন মন, সাথে সুখ-দুঃখের আবর্তে অভিজ্ঞ এক মগজ;
সাদাকালো হাতপা, যারা কেবল উদগ্রীব শুন্যতায় মিশে যেতে।
তাওয়ের ইশারা, তারপর শহুরে-জোয়ার, নয়তো একপশলা
অনুভূতিই যথেষ্ট উপচে পড়া রঙ ক্যানভাসে ছড়িয়ে দিতে।
এবার কাগজ থেকে উত্থিত সহজসরল এক শিশু বৃক্ষ,
ব্রাশ চলে, হাতচলে, রাত কাটে তারপর তন্দ্রা নামে;
নিয়ে চলে মগজ জুড়ে আলোড়িত ছিন্নভিন্ন বিন্দুগুলোকে
ব্ল্যাকহোলের ঘূর্ণিপাকের স্রোতে যাতে সে দুঃখহীন হয়ে
আবার জেগে ওঠে সময়ের অন্যপ্রান্তে, এভাবে যদি
চলতে থাকে আজীবন, মন্দ নয়তো সুকুমার ভাবে।