তুমি কি তোমার মনের অস্থিরতাকে বিসর্জন দিয়ে
আদিস্বত্বার ঐকতানে মিশে যেতে পারো না?
তুমি কি তোমার দেহে সদ্যজাত শিশুর কোমলতা
ফিরিয়ে আনতে পারো না?
তুমি কি তোমার অন্তরদৃষ্টিকে ধুয়ে মুছে
আলোয় রূপান্তরিত করতে পারো না?
নিজের কথা ভুলে, নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসা দিয়ে
তুমি কি পথপ্রদর্শকের ভুমিকায় অবতীর্ণ হতে পারো না?
জীবনের অধ্যায়গুলোকে স্ব স্ব স্রোতে ভাসিয়ে দিয়ে
তুমি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মোকাবিলা করতে পারো না?
তুমি কি সকল বোধগম্যতা অর্জনের তাগিদে  
আপন-স্বত্বাকে পেছনে ফেলে আসতে পারো না?
জন্মদান করো ও পুষ্টিসাধন করো,
ভোগদখলবিহীন মালিকত্ব,
আশাহীন আচরণ,
নেতৃত্বদান কিন্তু নিয়ন্ত্রণ করতে না চাওয়া;  
এসবই হচ্ছে উচ্চতর গুণাগুণ।