চাকার ভিতরে আমরা স্পোক-গুলোকে মিলিত করি,
কিন্তু এটা হচ্ছে কেন্দ্রীয়গর্ত যার কারণে চাকাটা ঘুরে।
আমরা মৃত্তিকাকে পাত্রের আকৃতি দান করি
কিন্তু এটা হচ্ছে ভিতরের শূন্যতা,  
যেটি যে কোন কিছু কেই ধারণ করতে সক্ষম।
আমরা কাঠকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ঘর তৈরি করি
কিন্তু এটা হচ্ছে অভ্যন্তরীণ শূন্যস্থান যেটা তাকে বাসযোগ্য করে তুলে।
আমরা অস্তিত্বের সাথে কাজ করতে অভ্যস্ত
কিন্তু যেটা অবলম্বন করি সেটা হচ্ছে অনস্তিত্ব।