গুরু যখন শাসন করে
জনগন তাঁর উপস্থিতি কদাচিৎ অনুভব করে।
তারপরের অবস্থান সেই নেতার
যে নাকি ভালোবাসায় সিক্ত।
তার পরেই অবস্থান সেই নেতার
যে থাকে সদাই ভীত।
আর সবচেয়ে নিকৃষ্ট সেই জন
যে কি না ঘৃণিত।
যদি তুমি জনগণকে বিশ্বাস করতে ব্যর্থ হও,
তবে তুমিই তাদের অবিশ্বস্ত করে তোলার জন্য দায়ী।
গুরু কথা নয় বরং কাজেই বিশ্বাসী,
আর তাঁর কর্ম শেষে
জনগন বলে ওঠে, "কী আশ্চর্য, আমরাই করেছি সবকিছু!"