মানুষ যখন কোন কিছুকে সুন্দর বলে ধরে নেয়
তখন অন্যটি হয়ে ওঠে কুৎসিত।
মানুষ যখন কোন কিছুকে ভালো বলে গণ্য করে
তখন অন্যটি পরিগণিত হয় মন্দ বলে।
অস্তিত্ব ও অনস্তিত্ব একে অন্যকে সৃষ্টি করে।
দুঃসাধ্যতা ও সহজতা একে অন্যের সহায়ক।
দীর্ঘ ও হ্রস্ব একে অন্যের সীমা নির্ধারণ করে।
তাই গুরু এমন ভাবে আচরণ করেন
যাতে কায়িক পরিশ্রমের প্রয়োজন পড়ে না,
এবং এমন ভাবে শিক্ষা দান করেন
যাতে মুখখুলে কিছু বলতে হয় না।
যখন দ্রব্যসামগ্রীর আবির্ভাব ঘটে,
তিনি তাদের সাদরে সম্ভাষণ জানান;
যখন দ্রব্যসামগ্রীর বিলুপ্তি ঘটে,  
তিনি তাদের সবিনয়ে বিদায় করেন।
তিনি অধিকারি হয়েও ভোগদখল করেন না,
কর্ম করেও প্রত্যাশা করেন না।
কর্ম শেষে তিনি তা ভুলে যান,
তাই সেটি স্থায়িত্ব অর্জন করে।