তোমার জন্য কবিতা না লিখলে
আমার রাত্রিগুলো স্বপ্নে বিভোর হয় না,
নীলপদ্ম নির্বাক হয়ে ঢলে পড়ে না
পরাবাস্তব জগতের পুড়ে যাওয়া প্রান্তে।
তোমার জন্য কবিতা লিখতে লিখতে
আমার ঔদ্ধত্য নিক্ষিপ্ত হয় প্রতিবার,
প্যাপিরাসতুল্য দেহটাকে উড়িয়ে দিই শূন্যে
তারপর মিশে পড়ি চুপচাপ কবিতার আস্তাকুঁড়ে।