বলেছিত যাবনা- যাবনা
যদি আঘাত করে রক্ত ঝরাও
আমার দেহের শিরায় শিরায়
বেদনার নীল বিষ ঢেলে দাও
খরা-প্লাবন, কিংবা তোমার চোখে শ্রাবণ
যায় বয়ে যাক।


বুলেট যদি বুকে এসে বিঁধে
কঠোর কুঠার আঘাত দিয়ে
বিক্ষত করে সমস্ত বুক
হাড়-পাঁজর আর মাংসপেশি
যদি হৃদপিণ্ড ঝাঁঝরা হয়ে
ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে
মৃত্যু আসে আঁধার কালো
বলেছিত; তাও যাবনা।।


তুমি যতক্ষণ চৌকাঠে এসে দেবেনা দেখা
গোমড়া, কিংবা অধরভরা হাসিমুখে
কিংবা জলে উপচেপড়া সজল চোখে
আমি আমার অবস্থান ছেড়ে একচুলও নড়বনা।
বলেছিত যাবনা- যাবনা-যাবনা...