কে বলেছে মরণ তোমার প্রাণের দোসর?
ঐতো জীবন আলোয় ভরা
স্বপ্ন সেথায় বেঁচে থাকার।


বন্ধু-স্বজন নাইবা এলো
না যেওনা বলে তোমার
নাইবা কেউ পথ আগলালো।


কারো তরে কেউ থামে না, কেউ কাঁদে না
অন্ধ বধির এই পৃথিবী
কাঁন্না তোমার কেউ শোনেনা, কেউ দেখেনা।


এই ভবেরি খেলা ঘরের এই তো রীতি
লাভ কি বলো পুষে রেখে
দু:খ দেবে এমন স্মৃতি।


তুমি কেন বিব্রত হও এসব ভেবে
এসেছো একা, চলেছো একা
এবং তুমি একাই যাবে।


ভবের মেলায় তোমার যাবার সময় হলো
আসবে না কেউ তোমার ডাকে
প্রতীক্ষায় আর বসে থেকে লাভ কি বলো?