কতোটা পিপাশায় কেউ
পান করে পুরো লোহিত সাগর
কতোটা উন্মাদনায় কেউ
ভাঙ্গতে চায় গোটা ভিসুভিয়াস
কতোটা বিরহ ব্যাথায় কেউ
আকাশ জুড়ে কবিতা লেখে
কতোটা একাকীত্বে কেউ
সারারাত ধরে বেহালা বাজায়
কতোটা আবেগে কেউ
অঞ্জলী দেয় লক্ষ গোলাপ
কতোটা উন্মনা হলে কেউ
পুড়বে জেনেও আগুনে ঝাঁপায়
কতোটা নিষ্ঠুরতায় কেউ
বুক চিরে তার হৃদয় ছিঁড়ে
কতোটা নিরুপায় হলে কেউ
আঁকড়ে ধরে খড়-কুঁটো-ঘাস
কতোটা কাঙ্গাল হলে কেউ
হাত পেতে চায় ভালোবাসা
শুধু একবার দয়াময়ী হও
বুঝবে আমার আকুলতা।