দেখেছি কতো না রূপ (প্রকৃতি)


দেখেছি সবুজ শান্ত শ্যামল
সুন্দর এক গাঁ
দেখেছি মাঠের দূর দিগন্তে
সবুজের নীলিমা
দেখেছি যে নদী, বহে নিরবধী
ঢেউ তুলে ছলছল
দেখেছি পলাশ, কৃষ্ণচুড়া
শিমুলের রঙ লাল
দেখেছি বনানী, মরু তৃণভূমি
দেখেছি নীল পাহাড়
দেখেছি উদাস পূরবী হাওয়া
বুঝিনি তো কে যে কার?


দেখেছি কতো না রূপ (নারী)


দেখেছি জননী নয়নের মনি
অম্লান স্নেহময়ী
দেখেছি মায়ের অগাধ মমতা
বিপুল বিশ্বজয়ী
দেখেছি আপন কোন এক বোন
আদোর ভরা প্রাণ
দেখেছি মায়ার দীপ্তি দু’চোখে
স্নেহ তার অফুরান
দেখেছি যুবতী, হয়তো অসতী
নরক তার জীবন
দেখেছি কোমল ফুলের বুকেতে
কীটদের আগমন
দেখেছি রুপসী, ষোড়শী, প্রেয়শী
অভিমানী মন যার
দেখেছি তার বিশুদ্ধ প্রেম
বুঝিনি তো আমি কার?