তোমরা আধুনিক হও,আমি আমার ঐতিহ্য মাখি গায়।
নাই'বা করলাম চামচ দিয়ে ভাত খাওয়ার অস্বস্তিকর অনুশীলন ।
একরঙা সুতিকাপড়েই সুখের ফুল তুলি আজো।
ছেঁড়া কাঁথা,শিমুল তুলার বালিশ আর বাঁশের চৌকির উপরেই হয় ক্লান্তি খুন ।
কতটা সভ্য হতে পারলে?
প্রতিচ্ছবি দেখেছ নিজের আরশিতে?
আমার সেকেলে লুঙ্গি-পাঞ্জাবি'ই বড় সভ্য, সুট-টাই পরে দাঁড়িয়ে মুতার চেয়ে।
ইঁদুরে ফালাফালা করে ফেলছে ম্যাট্রিক পরীক্ষার হলে পরা প্যান্টটি।
একটুও আফসোস করিনি।কি এমন হয়েছে হ্যাঁ?
ক'দিন বাদে ধাঁনের বস্তা নিতে মাথার বিড়া বানাতাম এটা দিয়েই।
নির্বিঘ্নে হোক মাচায় রাখা বুট জুতায় তেলাপোকার নিবাস।
তোমরা ড্যাড-মম বলো, আমি আত্মা ঠাণ্ডা করি আব্বা আর মাকে ডেকে।
ঢোল কলমি ফুলে প্রেম নিবেদন পাওয়া মেয়েটিই এখন আমার সাত সন্তানের মা।
অথচ ছ'মাসও টেকে না তোমাদের টিউলিপ ফুলে প্রপোসড করা সংসার!
অদ্ভুত! বড় অদ্ভুত ব্যাপার! তাই না?
হাঁটু ছেঁড়া প্যান্ট,চুল,দাড়ি,গোঁফ,নখ,বড় রাখলেই আধুনিক হওয়া যায় ?
দু'পয়সার শিক্ষিত হয়েই পা রাখো সালাম,জব্বার,রফিক, বরকতের বুকে !
হিন্দি আর দু'একটা ইংরেজি শব্দ শিখেই মাকে ভুলে গেলে?
ঐতিহ্য পিষ্টে বেহায়াপনায় নয়,মননে করো আধুনিকতার চাষ।
পারো যদি দেহের অঙ্গ কেটে করো যেমন খুশি তেমন সাজার বেলেল্লাপনা !
বড্ড সেকেলে ডেট এক্সপায়ার্ড প্রবীণ বলে দেবো  পরিচয় !