নীরব দর্শক হয়ে আর কতো চেয়ে চেয়ে দেখবে কবি ?
তোমার কলমের কালি যদি হয় শহীদের লহুর চেয়েও পবিত্র ?
তবে কেন তোমার কলম এখনো বোবা ভাষাহীন  ?
কেন লিখোনা এখনো মহামারী, দুর্যোগ নিয়ে কাব্য গাথা ?
বুভুক্ষু মানুষের আর্তনাদ করে না তোমার কর্ণকুহরে আঘাত ?
তুমি কি দেখো না এই মহামারীর পক্ষপাতদুষ্ট আচরণ  ?
ধনীকে আরো করছে হৃষ্টপুষ্ট , দুখীকে করছে কঙ্কালসার ?
গরীবের উনুনে শূন্য হাড়ি, রাষ্ট্রীয় ত্রাণ সব
চেয়ারম্যানের গুদামে !
কিছু বোধহীন মানুষের সেলিব্রিটি হওয়ার দুর্দান্ত পারফরম্যান্স  !
দুই টাকার ত্রাণ বিতরনের নামে চার টাকার ছবি তোলার প্রহসন !
হে কবি, তুমি আজ  লিখে যাও মানুষ ও জানোয়ারের পার্থক্য ।
কেউ সুখী হয় দুর্গতদের হাসি দেখে, নিজ অর্থ খরচার বিনিময়ে ।
আবার কেউ উল্টো আত্মসাৎ করছে দুঃস্থদের নামে বরাদ্দকৃত ত্রাণ।
আর কতো সম্পদে  ভরবে ওদের পেট ?
কবে ওদের জাগ্রত হবে মানবিকতা  ?
কবে ওরা মানুষ হবে জানোয়ার থেকে ?
প্রতিবেশী দেশ গুলোতে পঙ্গপালের ভয়াবহতার কথা নিশ্চয়ই শুনেছো  কবি ?
এদেশে কিন্তু পঙ্গপালের আসার দরকার হবে না  ।
বঙ্গপালেরাই  সাবার করে দিচ্ছে  গরীবের  হক !
না খেয়ে মরতে হবে পঙ্গপালেদের, বঙ্গপালের সাথে প্রতিযোগিতায় হেরে ।