হায়েনা এসে শরীরটা খাবলে খেয়ে যায়
রোজ রোজ তবুও ওরা থাকে অপেক্ষায়।
সমাজ ওদের নাম দিলো বেশ্যা ।
আর সেখানে অস্ত্র শান করি আমরাই  !
সেখানে আমাদেরই চলে পুরুষত্বের মহড়া।
আমি,তুমি,আমরা এই সমাজের ভদ্র লোকেদের !
তাহলে আমরাওতো .............
খুব অবাক হই ! সব দায় শুধু নারীর !
রাতে ওদের শয্যা-সঙ্গী হয়ে এসে ভোরের আলো দেখি দু'চোখ ভরে ।
ওখানে আলো পৌঁছে না। ওরা পড়ে থাকে অন্ধকারেই।
আচ্ছা কবিতা! বেশ্যা শব্দের যুতসই পুংলিঙ্গ কী হতে পারে?
পুবেশ্যা? না এটাও খুব ভদ্র শব্দ । বেশ্যা শব্দের উপযুক্ত সঙ্গী হতে পারে না এটি।
বলো কবিতা? আর কতকাল থাকবে নিরব?
আমি জানিনা । বেশ্যা শব্দের পুংলিঙ্গ করেনি তোমাদের পুরুষতান্ত্রিক সমাজ।
-চাপা কষ্টে উত্তর দিলো কবিতা।