তোমার দয়া চাই'গো রোজ হাশরে -
চাই না ন্যায় বিচার,হে প্রভু চাই না ন্যায় বিচার।


বিচার দিনের মালিক তুমি-
বলছো ফাতিহায়, হে প্রভু বলছো ফাতিহায়।
দিয়ো'গো ঠাঁই দয়া করে, রহিম নামের ছায়-
হে প্রভু,রহিম নামের ছায়।
করলে বিচার সেই নিধনে পাবো না'কো পার -
আমরা পাবো না'কো পার।
চাই না ন্যায় বিচার,হে প্রভু চাই না ন্যায় বিচার।


শ্বাস-নিঃশ্বাসের চেয়েও আমাদের -
পাপের পাল্লা ভার। আমাদের পাপের পাল্লা ভার।
আমল দিয়ে বেহেশত পাবার সাধ্য আছে কার?
আমাদের সাধ্য আছে কার?
নবীর শানে বন্ধ করে দিও সাত দোযখের দ্বার।
চাই না ন্যায় বিচার,হে প্রভু চাই না ন্যায় বিচার।