এসো মুসলমান ফুলের বিছানায়
মধুর ঘুমে ,' ধুমে চলো নাক ডাকি !
নাযিল হবে ঐ আসমান হতে  -
আবারো ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি !


কাবার মালিক যে নেই সে ঘুমিয়ে
কুদরতি  চক্ষু খোলা সদা তার,
ধুলোয় মিশে যাবে সব পরাশক্তি
হাল-দশা করে দেবেন আব্রাহার।


কাগজে-কলমেই বীরের জাতি
সেই দিনগুলো আজ খেয়েছে বাঘে !
খোদার পরে'ই  শুধু ভরসা রাখি-
কম্বল ফেলে । 'শীত এলে মাঘে !


বানাকগে ওরা ,' ড্রোন-রকেট-বোমা
পদার্থ - রসায়ন আমরা কি বুঝি ?
আস্তে-জোরে নিয়ে আমিন-এর মতভেদ
সমাধান পেতে এসো সহীহ্ হাদিস খুঁজি।


মরার শখ কেন ? পিঁপড়ের বলে-
পারবো কি যুদ্ধে ? কে দেবে দিশা ?
কিয়ামত আর নয় বেশি দূর
অচিরেই আসবে ইমাম মাহদী,ঈশা ।