ভিন্ন গ্রহের  দখল নিয়ে  গড়তে বসত ঘর
উন্নত সব রাষ্ট্রগুলোর সইছে না আর তর ।
নিতেই   হবে  গ্রহের  দখল
আসুক যতো বাঁধার ধকল  
উঠছে মেতে যুদ্ধে সকল  অসুর-শক্তিধর ।


ধন-কুবের সব কিনবে জমি থাকবে না কেউ বসে
পোক্ত   হবে    অর্থনীতি    যাবে  না   আর   ধ্বসে  ।
বিকাশ  হবে   পর্যটনের
স্বপ্ন পূরণ করতে মনের
রোমাঞ্চ-শখের  মানুষজনের   ঢল   নামবে  কষে ।


রণক্ষেত্র    বিশ্বটা আজ    ভাগ  হয়েছে  দু'টি
পূর্ব-দক্ষিণ, উত্তর-পশ্চিম  গড়ছে  মিত্র-জুটি।
লাখে-লাখে  মরছে  মানুষ
তবু তাদের ফিরছে না হুঁশ
জাতিসংঘ   হয়েছে ফুস   শান্তি  গেছে   টুটি।


উদবেগেতে ঘুম যে হারাম  ধ্বংস কেবল শুরু
মানব-স্বার্থে ঐক্য ডাকেন  সকল ধর্মের গুরু।
বন্ধ করো  প্রলয় - খেলা
নইলে শেষে বুঝবে ঠেলা
কিসের আসায় কোথায় গেলা কুঁচবে উঠবে ভুরু।


ভাবলে  তোরা  দেখতে  পাবি  চক্ষু  আছে যার
এর চেয়ে যে সুন্দর গ্রহ নেই'কো কোথাও আর।
বসবাসের   যোগ্য   করে
সবকিছুতেই দিছেন ভরে
তারপরও  কেন মূর্খ ওরে   শুকরিয়া নেই  তার ?


হতেও  পারে    ভিন-গ্রহীরা   প্রযুক্তিতে   রাজা
জানতে হবে তাদের আগে নয়'তো পাবে সাজা ।
রাম-প্যাদানি খেয়ে শেষে
ফিরবে   লুলা-পঙ্গু  বেশে
স্বপ্ন  সবার  যাবে  ভেসে  জুটবে  মুলার  পাঁজা।