কর্ম আমায় চিন্তা করারও দেয় না সময় !
কতো চিন্তা জমে আছে মগজে,
রাতে আরামের ঘুমে তা স্বপনে হানা দেয়।
কর্ম আমায় চিন্তা করারও দেয় না সময় !
আজ বাবার মৃত্যুদিন।
আজকের দিনেই সবচেয়ে বেশি কেঁদেছিলাম।
লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো আমার পৃথিবী সেদিন।
বাবা ডাকার সুখটাও কেড়ে নিয়েছিলো আজকের সেই দিনটা।
অথচ কী অবলীলায় ভুলে আছি !
একটু ফাতিহা শরীফ পড়ারও পাচ্ছি না অবকাশ !
আধুনিক বিজ্ঞান নাজেহাল !
অদৃশ্য এক অণুজীবের ঠ্যালায় ।
পরাশক্তি দেশগুলোও আজ নীরব দর্শক !
আটকাতে পারছে না মৃত্যুকে ।
বরং তারাই যেন ভাইরাসের বড় ভাইরাস  !
মৃত্যুকে আটকানো থাক, মৃত্যু নিয়েই খেলছে ।
খবর দেখে মনে হয়, মানুষে মানুষে যুদ্ধ নয় ওটা কার্টুন  গেম !
এভাবে মানুষ মানুষকে হত্যা করতে পারে ?
কোথায় আজ মানবতা ? দাফন হয়েছে বিবেকের ? কোথায় সৎকার হয়েছে ভালোবাসার ?
অথচ এমনতো হবার কথা ছিলো না।
ভেবেছিলাম এই গ্রহের সেরা জীবগুলো এবার ঐক্যবদ্ধ হবে শত্রু নিধনে।
ভুল। এসব ভাবাই এখন চরম বোকামী।
আসলে মানুষের বড় শত্রু  মানুষই ।
ভীন গ্রহের এলিয়ন এসেও যদি হানা দেয়-
তখনও মানব জাতিই মানুষ হত্যা খেলা খেলবে-
ওদের সাথে আতাত করে ।
মানুষ হিসেবে পরিচয় দিতেই আজ লজ্জা পাই !
ভাবতেই চোখে জল ছুঁয়ে যায়।
চোখ মোছার ফুরসতটুকুও পাই না কর্ম ব্যস্ততায় ।