আনত চোখে দেখবোনা নিজেকে
অনুসরণ, অনুগামী শব্দের ভিতর ,
অনুসরণ  অর্থই পিছে পড়ে থাকা
কেন হবো এ বেমানান শব্দের দোসর?


সেদিন  কাউকে  অনুসরণ করিনি
দেয়নি কোনো মেন্টর পথ দেখিয়ে,
তবু প্রথম  জন্মেই  বিজয়ী  হয়েছি -
এ বাক্যটিই আমার প্রেরণার প্রেয়সী ।


আলোকিত হবো আলোকিত করবো।
সূর্য হবো তাই , না হবো সে  চাঁদ।
অক্সিজেন হয়ে সবার হৃদয়ে নেবো ঠাঁই
CO2 এর মতো কেউ ফেলবে না ছুড়ে ।


বংশপরম্পরায় বাপ-দাদার সুনাম-
আমার কাছে তা মাকাল ফল ।
আমার  পরিচয়  নিজস্ব  নাম,
আর সে নামই আমার বেড়ে উঠার বল।।