এভাবে আসবে তুমি ছিলো না তা কাম্য  !


শোকের সহস্র নদী পেরিয়ে
বাতাসে লাশের গন্ধ ছড়িয়ে
বেদনার নীলে আকাশ রাঙিয়ে
অবশেষে তুমি এলে !
এভাবে আসবে তুমি ছিলো না তা কাম্য  !


কী আশ্চর্য ! বৈশাখেও এখন ঝড়ের তাণ্ডব নেই !
সমস্ত ঝড় আজ স্বজন হারা মানুষের বুকে !
দিগন্তের কোথাও মেঘের ভেলা দেখি না।
সমস্ত মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ছে সন্তানহারা মায়েদের চোখে !
পিতা-মাতা হারা ছোট্ট সোনামণিদের চোখে !
যে শিশু কখনো পাহাড় দেখেনি,তার বুকেও পড়েছে ব্যাথার পাহাড় আছড়ে !
যে শিশুটির দুচোখ ভরা ছিল শুধু আলো আর আলো
তার চোখেও আজ রাজ্যের অন্ধকার !


এখানে জীবনের সন্ধ্যা নামছে
সূর্য ডোবার আগে,
জীবন বাঁচাতে জীবন দিচ্ছে
বীরেরা অনুরাগে !


অপেক্ষা শব্দের অর্থ বোঝে না যে নিস্পাপ শিশুটি
সেও আজ অপেক্ষা করছে পিতার লাশের জন্য!
কোথাও লাশ নেই। পুড়ে ছাই হয়ে গেছে সব !
চারদিকে শুধু ছাই আর ছাই।
লাশের গন্ধ মাখা ছাই।
রাষ্ট্রের সম্পদ পোড়া ছাই।
অর্থনীতির চাকা পোড়া ছাই।
অসহায় মানুষের ভাগ্য পোড়া ছাই।
পিতার-মাতার মুখ দেখার ভাগ্যটাও হলো না অনাগত সন্তানের !
সেও পুড়ে ছাই হয়ে গেছে বাপ-মার সাথে !


মৃত্যু প্রলয় নৃত্য করে
    দেখাচ্ছে বিভৎস রূপ,
যমদূতও ভীষণ ক্লান্ত আজি
হয়ে গেছে নিশ্চুপ !


মহান প্রভুর অবাধ্যতার
সাধ্য নেই যে তার,
হয়তো এমন নির্দয় পরিবেশে
করেনি এতো প্রাণ সংহার !


ফুলের গন্ধও আজ ম্লান হয়ে গেছে ছাইয়ের গন্ধে ।
পাখির কণ্ঠেও আজ বিরহী সুর।
গলা কাঁপছে মুয়াজ্জিনের ! জড়িয়ে যাচ্ছে আযানের বাক্যগুচ্ছ !
কবির কলম থেকেও আজ কালি নয়,ছাই বেরোচ্ছে।
তাই আর নতুন কবিতা সৃষ্টি হচ্ছে না। ছাই হয়ে যাচ্ছে শব্দগুলো সব।


সৃষ্টিতেই স্রষ্টার আনন্দ।
একটি কবিতা লিখতে চেয়েছিলাম সৃজনের আনন্দ পেতে।


ইচ্ছে পাখিরা মেলেনি পাখা
দেয়নি ভাবনায় দোল,
সৃষ্টি সুখের আনন্দে মন
হয়নি  তাই বিভোল।


কত ইচ্চেগুলো যে দাফন হয়েছে যুতসই টপিকের অভাবে !
কত যে প্লাটফর্ম, কত যে থিমের অপমৃত্যু ঘটেছে মনপুত হয়নি বলে।
আজ আমি পেয়ে গেছি কবিতার জন্য উপযুক্ত প্লাটফর্ম !
আগুনে ঝলসে যাওয়া বাক্য দিয়েই লিখবো একটি কবিতা।
না হোক কাব্য ,যাকগে উড়ে ছাই হয়ে কবিতার শরীর থেকে ।
যাক ! অবশেষে কবিতা তুমি এলে !
সময়োপযোগী টপিক নিয়ে !
তবে আনন্দ নয়, কবির হৃদয়ে ব্যথার ডালি সাজিয়ে।
কবির কলিজা হাবিয়ার আগুনে ভুনা ভুনা করে !
সৃষ্টির আনন্দকে বিষাদের অশ্রু দিয়ে স্নান করিয়ে !
কবিতা এভাবে আসবে তুমি ছিলো না তা কাম্য !