সাধ করে ভাই   পুত্রবধূ
আনলাম  আমার  ঘরে,
খাল কেটে যে   আনছি  কুমির
জানলাম  অনেক  পরে ।


সহ্য  হয় না   শাশুড়ি  তার
দেবর-ননদ  শ্বশুর,
আজকে আমার  কাল হয়েছে
যৌতুক নামের  অসুর  !


মেয়েতো নয়   ভিক্ষা আনছি
নগদ  অর্থ-কড়ি ,
সংসারে তাই   জ্বলছে আগুন
ঝুলছে  গলায়  দড়ি  !


কথায় কথায়  শুনতে হয় যে
লক্ষ টাকার  ঝারি ,
পাড়ার লোকে  তামশা দেখে
মজা লুটে  ভারি ।


সইতে নারি   কইতে  নারি
ভাসি চোখের  জলে,
ঔরসজাত এ  ছেলেটাও যে
বউয়ের কথায়  চলে ।