ব্যঙ্গ হেসে বললো বেদ্বীন
আল্লাহ কোথায় থাকেন সেদিন ?
প্রিয় দোস্তের অপমান  -
তার কেমনে প্রাণে সয় ?
যারে নাকি না করলে সৃজন
এ মহাবিশ্বই থাকতো বিজন
সেই হাবিবের বিদ্রুপেও কেন-
নীরব হয়েই  রয় ?


যদি ভাবেন স্রষ্টা  বন্ধু রুপে
দিদার করতে ডাকেন চুপে
দাওয়াত করে নিজের বাড়ি-
আরশে- আযীম  নাম !
আজকে ভিন্নধর্মী দাদা
মুহাম্মদ   নামে  ছুড়ছে  কাদা
তবু ঘাপটি মেরে তামশা দেখেন
এই কি আল্লাহর কাম ??


ওরে -- বুঝলিনারে মূর্খ কাফির
জাত -  পরিচয়  মহান  শাফি'র
তিনি হলেন গফুর-গাফফার,রহিম-রাহমান।
নইলে   ওহে   মাথা   মোটা
করতেন তোদের ডাউল ঘোটা
রোজ হাশরে  বুঝবি ঠ্যালা
পাবিনা পরিত্রাণ  ।


কার সম্মানে  নীরব প্রভু
একবার যদি বুঝতি কভু
ভক্তি- শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়
করতি নবীর শুকুর ।
ঐ  নুর নবীজি  প্রার্থনাতে
দোয়া করতেন  আশঙ্কাতে
আমার উম্মতেরে দেখো মাবুদ
করোনা বানর কুকুর ।


দয়ার নবীর দোয়া কবুল করে
শান- মান  তার রাখিলেন ধরে
তার নামেতেই  পড়েন দরুদ  
মহান রাব্বুল আলামিন  ।
আজকে যে  তাই  লাফাস অতি
তোদের বাড়তে দিছেন বিশ্বপতি
লাগাম  ধরে  টান দিবেন ওই
শেষ বিচারের  দিন ।।