ছলনা  করে  ললনা  তুমি
বিত্ত-বিভবের পাহাড় চুমি
চলে গেছ দূরে ভবঘুরে ভেবে
মেনে নিয়েছি আমি ভাগ্যের লেখা-
আজ এতদিন পরে এ বুকের ঘরে
ছাইচাপা আগুনে প্রাণ পুড়ে মরে
ঘুমের ঘোরে সারা নিশি ভরে
স্বপনে কেন তুমি দিলে'গো দেখা?


ভেবে প্রেম দুঃস্বপন  অবুঝ এই মন
স্নিগ্ধ ভোরেই সে ভুলেছে জ্বালাতন,
রেখো'গো স্বরণ নেই প্রেমের মরণ
না পাওয়ার বেদনা দুজনাকেই ভোগায়-
ফুটিবার  আগে  কত  ফুল বাগে
কলিতেই যায় ঝরে শত অনুরাগে
ঝরা ফুলের মূল্য কানাকড়ি তুল্য
এ সান্ত্বনাই বাঁচার প্রেরণা যোগায় ।


বিবেকের কাছে আজ মনে হলেই পাই লাজ
তোমার তরেই করেছিলাম  হীন কাজ,
মিথ্যে আশায়,বু'র জানাজাটা ফেলে হায়
তোমার জরুরি ডাকে গিয়েছিলাম ছুটে -
প্রবল আত্নসুখে হাসিমাখা মুখে
বলেছিলে যত পারো ঘৃণা রেখো বুকে
এসো না কভু হায় দু'চোখের সীমানায়
আজি হতে এ প্রেমের বাঁধন দিও টুটে ।।