তোমার পা'তলে   বেহেশত জানি
অশ্রদ্ধা  করে   কোন  বোধহীন ?
ঋত্বিক ,মনীষী,  পীর-মুনি -ঋষি
তোমার কাছেতে  ঋণী শোধহীন ।


মা হয়ে সবারে, ধরেছ জঠরে
তুমি'ই দেখালে  নব  বিশ্বটা ,
আজকে না হয়  মহা জ্ঞানী-গুণী
হয়েছে কোলের  ছোটো শিষ্যটা ।


ডালপালা যতো  হোক না সে বড়
শিকড়'ই  হলো  শিখরের  মূল,
অতি উঁচু ঢেউ   হয়ে যায় জড়
কোনদিন খুঁজে পায় না'কো কূল।


সেবার  হাতটা  দাও যে বাড়ায়ে
কমল  পরশে    অমল  হাসিতে,
ক্লান্তি তোমায়  করে গেছে ক্ষমা
রজনী জেগেও  বেদনা নাশিতে ।


প্রেরণা দিয়েছো  কবির কলমে
সৃষ্টি সুখটা    জাগায়েছো ভারী,  
প্রেম উপহার   দিলে এ কবিতা  
সতত শ্রদ্ধা     তোমায়  হে নারী ।