সুখের  পিছে   ঘুরছো মিছে
করছো  জীবন  ছাই,
ছেলের হাতের  নয়কো  মোয়া
সুখ যে এমন  ভাই  ।


ত্যাগেই  আসে  সোনার হরিণ
সুখ পাখি যার  নাম,
ভোগের রোগে  যে জন  ভোগে
দেয় না  তারে  দাম ।


বিত্ত নহে   চিত্ত  সুখের
নিত্য  করো  চাষ,
কৃত্য  তোমার   ভৃত্য না হও
রিপুর করো  নাশ ।


ব্যথীর ব্যথায়   হও ব্যথিত  
দাও বাড়িয়ে  হাত,
জ্বলবে তোমার  সুখের প্রদীপ
ঘুচবে  দুখের রাত ।


আত্মকাম্য    সাম্য করে
দাও  সবারে ভাগ,
ধরা দেবে   সুখ পাখিটা
করবে না আর  রাগ ।