এ দেশ  নিয়ে খুব  গর্ব  করি ভাই
হিন্দু-মুসলিম বিভেদ যেথায় নাই ।
এক'ই   সঙ্গে  চলি ফিরি
ফুঁকি দু'জন এক'ই বিড়ি
এক পেয়ালা চা কফিটাও দু'ভাগ করে খাই।


এই দেশেতেই মানব ধর্মের শিক্ষা কেবল পাই
জাত-ধর্মের  বিভেদ পুড়ে  সব হয়ে যায়  ছাই।
সম্প্রীতিতে বসত করি
একে অন্যের গলা ধরি
শ্মশান কিংবা গোরস্থানে লাশ কাঁধেতে যাই।


নয়'কো হঠাৎ ,' সখ্য গড়ে উঠছে তিলে তিলে
মসজিদ-মন্দির বানায় শ্রমিক হিন্দু-মুসলিম মিলে।
দুর্যোগ কিংবা সঙ্কট কালে
দাঁড়াই   পাশে  জানেমালে
এক হয়ে যাই কোমর বেঁধে শুদ্ধ-সাচ্চা দিলে ।


ধর্মীয়  সব   উৎসবেতে   সবাই   উঠি   মেতে
নেই'কো বাধা মণ্ডপ কিংবা ইদগাহেতে যেতে।
বিয়ে-খাৎনা-পুজোয় যেয়ে
এক  বৈঠকেই  উঠি  খেয়ে
ভ্রাতৃত্বের এ বন্ধন আজো হয়নি মোটেও তেতে।


কষ্ট লাগে  হঠাৎ যখন নজর পড়ে চোখে
হিন্দু-মুসলিম সংঘর্ষ ! -স্তম্ভিত হই  শোকে ।
যে  উসকানি দেয় গড়তে  ভেদ
যে  সম্প্রীতি চায় করতে   ছেদ
তারে দেশের শত্রু ধর্মের শত্রু পশু বলে লোকে।