চম্পকাবলী ছন্দেঃ মাত্রাঃ ১০+৮


অপার বিস্ময় এ জগতে  আজব জিনিস তেল !
'সিদ্ধির গুরু'-তোমার কাছে সকল কিছুই ফেল !
আগুন-পানি-বাতাস মাটি খুব শক্তিশালী জানি
তেল বাবাজি শক্তি-মত্তায় তাদের চেয়েও মানি।
এই রান্না  থেকে শুরু করে  সব খানেতেই  তুমি
সাফল্যটাকে দাও'গো আনি জাদুর জিয়ন চুমি।
তেল বিনা যে পরশ-মণি  পাই না  কিছুই  খুঁজে  
সোনার হরিণ লুফে লোকে প্রয়োগ-বিধিটা বুঝে।
যদি ক্লান্তি কিংবা তাপে-চাপে চুপ রও ক্ষণকাল
চাটুকার  সে  ভক্তবৃন্দের    হবে তখন কী  হাল ?
কে ভাঙাবে তুমি ছাড়া আর প্রেয়সী-বধূর মান?
কে  করাবে  অতুষ্ট বসের   প্রমোশন-পদ   দান?
তেল হলো  বিশ্বস্ত বান্ধব  জুড়ি মেলা যার ভার
পিতা-মাতার নিখাদ প্রেমে কেবল তোমার হার।
বাবা-মায়ের মন যোগাতে  নেই প্রয়োজন তেল
অসার হয়ে যায় এখানে   তোমার  সকল খেল।
নিজ গুণেতে ভাস্বর তুমি  হয় না  তোমার  তুল !
তেল মারা- এ শিল্পের চর্চা !ফায়েদা লুটার মূল।